নিজস্ব প্রতিবেদক►
গতকালের (রবিবার, ২৮ জুলাই) মতো আজও (সোমবার, ২৯ জুলাই) গাইবান্ধা জেলায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। এদিন সকাল সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ।
গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল মাধুকরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গাইবান্ধাসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে গত শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রবিবার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।
গাইবান্ধায় আজও ১৬ ঘণ্টা কারফিউ শিথিল
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা জেলায় আজও (মঙ্গলবার, ৩০ জুলাই) ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান মাধুকরকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গাইবান্ধাসহ সারাদেশে সহিংসতা শুরু হলে গত ১৯ জুলাই দিনগত রাত ১২টা থেকে ২১ জুলাই সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। সবশেষ গত ২৮ জুলাই ১৬ ঘণ্টার জন্য গাইবান্ধা জেলায় কারফিউ শিথিল করা হয়।